Narendra Modi: এবার কুম্ভকে 'একতার মহাকুম্ভ' বললেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়ে শোরগোলের মধ্যে এবার কুম্ভকে 'একতার মহাকুম্ভ' বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে কিছু নেতা পরিহাস করছে বলেও এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যদিও নিজেদের অবস্থানে অনড় তৃণমূল। তাদের প্রশ্ন, এত মৃত্যুর ঘটনার পরেও, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ নিয়ে কেন চুপ মানবাধিকার কমিশন? কটাক্ষের সুরে জবাব দিয়েছে বিজেপি।
পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. সঙ্ঘ প্রধানের রাজ্য সফরের পর এবার গুজরাতে সঙ্ঘের কৃষক সংগঠনের 'অখিল ভারতীয় অধিবেশন'-এ যোগ দিল রাজ্যের প্রতিনিধি দল। বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রতিনিধিদলের সদস্যরা। দিয়েছেন, বিধানসভা ভোটের আগে আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
রাজ্যের অস্ত্রের ঝনঝনানি, ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএসকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফের। ঝাড়খণ্ডে অস্ত্র কারখানা থেকে অস্ত্র আসছিল বাংলায়, সেই সূত্রে ঝাড়খণ্ডে হানা। ঝাড়খণ্ডে বাড়িতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৬। আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষিত শ্রমিক সহ গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। উদ্ধার সেমিফিনিশড পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ।