Narendra Modi: কাল শপথ নেবেন মোদি, শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা, মলদ্বীপের প্রেসিডেন্ট | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি । কাল সন্ধে ৭.১৫: রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি । শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী । শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা, মলদ্বীপের প্রেসিডেন্ট । আমন্ত্রিত নেপাল, ভূটান, মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ শনিবার  বিকেলে বৈঠকে বসবে কংগ্রেসের সংসদীয় দল। কংগ্রেসের নব নির্বাচিত প্রার্থীরা সংসদীয় দলের বৈঠকে উপস্থিত থাকবেন। ঠিক করে নেবেন লোকসভায় দলের নেতা কে হবেন।  সূত্রের খবর, ইতিমধ্য়েই দলরে অন্দরে রাহুল গাঁধীকে লোকসভার নেতা করার দাবি উঠতে শুরু করেছে। কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে কি ইতিমধ্যেই তৈরি হয়েছে অন্য সমীকরণ। এই সম্ভাবনার কেন্দ্রে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল বেরনোর পর দিনই ইন্ডিয়া ব্লকের বৈঠকে তৃণমূলের হয়ে হাজির ছিলেন অভিষেক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola