Independence Day: 'রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র', বললেন মোদি

Continues below advertisement

'১৪০ কোটির বিশাল দেশ ভারতবর্ষ'
'কোটি কোটি দেশবাসীকে আমার শুভেচ্ছা'
'অগণিত বীরের বলিদানে এসেছে স্বাধীনতা'
'এই বছর ঋষি অরবিন্দর ১৫০তম জন্মবার্ষিকী'
'দেশে ৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ'
'আমাদের পথ কেউ রুখতে পারবে না'
'আমরাও কোনওরকম দ্বিধায় ভুগব না'
'জি ২০ সম্মেলনে বালি গিয়েছিলাম'
'ওখানে ভারতের ডিজিটাল সফলতা নিয়ে সবাই জানতে চেয়েছেন'
'দেশের ছোট শহরও আজ ডিজিটাল সাফল্যের অংশীদার'
'করোনাকালে বিশ্বের যোগান-শৃঙ্খল যখন বিপর্যস্ত...'
'...তখন ভারতবর্ষ বিশ্বকে পথ দেখিয়েছে'
'দেশে শক্তিশালী সরকার, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়েছে'
'বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আছে ভারতবর্ষেই'
'প্রাকৃতিক বিপর্যয় এ বছর অকল্পনীয় সঙ্কট এনেছে'
'কেন্দ্র-রাজ্য মিলে এই সঙ্কট পেরিয়ে যাব, এই বিশ্বাস আমাদের আছে'
'মণিপুরে হিংসা হয়েছে, মা-বেটিদের উপর অত্যাচার হয়েছে'
'গোটা দেশ মণিপুরের সঙ্গে আছে'
'পরিস্থিতির উন্নতি হয়েছে, শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে'
'প্রত্যেক দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করেছেন'
'অমৃতকালের প্রথম বছরে এমন কিছু করব...'
'... যা আগামী ১ হাজার বছর তার প্রভাব রাখবে'
'আমাদের কাছে রাষ্ট্রই প্রথম'
'২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন...'
'...যার বলে মোদি সংস্কার করতে পেরেছে'
'রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram