১০০ দিনের কাজ বাড়িয়ে ১৫০ দিনের কাজ করা উচিত ছিল: আনন্দ শর্মা
Continues below advertisement
কেন্দ্রের নজরে গ্রামীণ অর্থনীতি। ১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দও হয়েছে। তবে একে যথেষ্ট বলে মনে করছে না কংগ্রেস। কংগ্রেস নেতা আনন্দ শর্মার বক্তব্য, ''১০০ দিনের কাজ বাড়িয়ে ১৫০ দিনের কাজ করা উচিত ছিল। মজুরি বাড়িয়ে অন্তত ৩০০ টাকা করা উচিত ছিল। মোদি সরকার একশো দিনের কাজের মজুরি গড়ে কুড়ি টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা গরিবের সঙ্গে পরিহাস ছাড়া কিছুই নয়।''
Continues below advertisement
Tags :
Atmanirbhar Bharat Project Economic Package Atmanirbhar Bharat Finance Minister Abp Ananda Nirmala Sitharaman BJP Congress