করোনার হটস্পট হিসেবে চিহ্নিত দেশের ১৭০ জেলা, জানাল স্বাস্থ্যমন্ত্রক
Continues below advertisement
ভারতে করোনায় মৃত বেড়ে ৩৭৭। আক্রান্ত ১১ হাজার ৪৩৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের, নতুন আক্রান্ত ১ হাজার ৭৬ জন। করোনা সংক্রমণ-মুক্ত ১ হাজার ৩০৬। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত ১৭০ জেলা। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটস্পট সিল করা হচ্ছে। সিল করা এলাকায় ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য নেবেন। জেলাগুলিকে করোনা হাসপাতাল তৈরির কথা বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে ট্রেনিং দিতে বলা হয়েছে। যে ভাবেই হোক করোনা শৃঙ্খল ভাঙতে হবে, সাংবাদিক বৈঠকে জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।
Continues below advertisement
Tags :
Corona Area Mha Directives Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Corona Hotspot Coronavirus India West Bengal Lockdown India Lockdown