করোনা মোকাবিলায় ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, মানুষের প্রাপ্তি কোথায়? কটাক্ষ বিরোধীদের
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের বিকাশের লক্ষ্যেই এই প্যাকেজ। আত্মনির্ভর ভারত গড়তেই কেন্দ্রের এই প্যাকেজ। প্রধানমন্ত্রী বলেছেন ৫টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে প্যাকেজ। সমাজের সর্বস্তরে বদলের কথা বলেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় ব্র্যান্ডকে বিশ্বব্র্যান্ড করাই সরকারের লক্ষ্য। ‘৪০ দিনে দেশেই পিপিই, মাস্ক, ভেন্টিলেটরের উৎপাদন’ আত্মনির্ভর হওয়া মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। সংস্কারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলি সফল হয়েছে। গরিবদের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার। সরাসরি ব্যাঙ্কে ভর্তুকি লকডাউনে সুফল দিয়েছে। '
Tags :
IT Return File Update New EPF Update TDS-TCS Update Special Liquidity Scheme MSME Update 20 Lakh Crore Package Political Controversy Nirmala Sitharaman Live Atmanirbhar Bharat Abhiyan ABP Live Abp Ananda