নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়া ৮৫ জনের মিলছে না খোঁজ, সংক্রমণ ২৪ জনের
Continues below advertisement
দিল্লিতে ধর্মীয় সমাবেশে যোগদানের জের। করোনায় তেলঙ্গানায় মৃত ৬, কর্ণাটকে মৃত এক। ২৪ জনের সংক্রমণ। কোয়ারেন্টিনে ৭০০। অন্ধ্র থেকে সমাবেশে যোগ দেওয়া ৮৫ জনের খোঁজ মিলছে না। এঁরা দিল্লিতেই আছেন বলে সন্দেহ। মার্চের ১৩ থেকে ১৫ ওই ধর্মীয় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৩ হাজার জন। ১৫টি দেশ থেকে প্রায় ২০০ জন এই সমাবেশে যোগ দেন। মোট ৩৩৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। ৭০০ জন রয়েছেন কোয়ারেন্টিনে। ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ২ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Continues below advertisement
Tags :
Two Positive Corona Case Corona In Delhi Corona Virus In India Corona In Lucknow Corona For Religious Gatheing In Delhi China Corona Delhi Corona Nizamuddin Union Health Minister Corona Abp Ananda Coronavirus