আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতের বাড়িতে গোপন কুঠুরির হদিশ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল কলেজে ভর্তির সময়সীমা, দেখুন 'শিরোনাম'
Continues below advertisement
মুর্শিদাবাদের রানিনগর থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতের বাড়িতে গোপন কুঠুরির হদিশ। মিলল ইলেকট্রনিক সার্কিট। বিস্ফোরক মজুতের জন্যই গোপন কুঠুরি, অনুমান এনআইএ-র।
হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে জঙ্গি মডিউল। এনআইএ অভিযানের আঁচ পেয়ে ডিলিট করা হয় মেসেজ ? ডেটা উদ্ধারের চেষ্টা সাইবার বিশেষজ্ঞদের।
কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিবের মোবাইলে কাশ্মীরের নম্বর। এনআইএ অভিযানের আগেই পালানোর চেষ্টা সুফিয়ানের। শেষ মুহূর্তে কাদের ফোন ? তদন্তে গোয়েন্দারা। হানা মালদাতেও।
দেখুন 'শিরোনাম'|
বছরখানেক আগে টেলারিংয়ের কাজ ছেড়ে রানিনগরের বাড়িতেই দেশি বোমা-বন্দুক বানানো শেখাত জঙ্গি সন্দেহে ধৃত সুফিয়ান। টাকা দিত বহিরাগতরা। এনআইএ তদন্তে উঠে এল তথ্য।
হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে জঙ্গি মডিউল। এনআইএ অভিযানের আঁচ পেয়ে ডিলিট করা হয় মেসেজ ? ডেটা উদ্ধারের চেষ্টা সাইবার বিশেষজ্ঞদের।
কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিবের মোবাইলে কাশ্মীরের নম্বর। এনআইএ অভিযানের আগেই পালানোর চেষ্টা সুফিয়ানের। শেষ মুহূর্তে কাদের ফোন ? তদন্তে গোয়েন্দারা। হানা মালদাতেও।
দেখুন 'শিরোনাম'|
বছরখানেক আগে টেলারিংয়ের কাজ ছেড়ে রানিনগরের বাড়িতেই দেশি বোমা-বন্দুক বানানো শেখাত জঙ্গি সন্দেহে ধৃত সুফিয়ান। টাকা দিত বহিরাগতরা। এনআইএ তদন্তে উঠে এল তথ্য।
Continues below advertisement