'তথ্য গোপন ইস্যুতে কেন্দ্রের পথেই রাজ্য, করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক বাংলার সরকার', আরটিআই দিবসে কেন্দ্র-রাজ্যকে তোপ অধীরের

তথ্য গোপন ইস্যুতে কেন্দ্রের পথে হাটছে রাজ্য। আরটিআই দিবসে দুই সরকারকে একবন্ধনে রেখে আক্রমণ অধীর চৌধুরীর। ট্যুইটারে লোকসভার কংগ্রেসের নেতা লিখেছেন, সত্য গোপনের জন্য তথ্য জানার অধিকার আইনের তোয়াক্কা করছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পথে হেঁটে সাধারণ মানুষকে তাঁদের অধিকার দিতে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকারও। স্বচ্ছতার স্বার্থে করোনা পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গ সরকার। কটাক্ষের সুরে অধীর লিখেছেন, এই ঐতিহাসিক দিনে এইটুকু অন্তত করুক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola