চুক্তির জন্যই সিনেমা হাতছাড়া, অবসাদে ভুগছিলেন না সুশান্ত, মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি আদিত্য চোপড়ার
Continues below advertisement
কোনওরকম ডিপ্রেশনে ভুগছিলেন না সুশান্ত সিং রাজপুত, মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার। চুক্তির জন্যে সুশান্তের সিনেমা হাতছাড়া হয় বলে অভিযোগ। আদিত্য চোপড়ার দাবি, 'চুক্তি থাকা সত্ত্বেও ধোনির বায়োপিকে অভিনয়ে ছাড় দেওয়া হয়। রামলীলার জন্যে সুশান্তের সঙ্গে যোগাযোগ করেন সঞ্জয় লীলা বনশালি। 'পানি' ছবিটির জন্য হাতছাড়া হয় 'রামলীলা'। ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর তদন্তে ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।
Continues below advertisement
Tags :
Ramleela Pani Sushant Singh Rajputs Demise ABP Live Sanjay Leela Bhansali Depression Aditya Chopra Abp Ananda Sushant Singh Rajput