বিরোধী হতে নয়, সোনার বাংলা গড়তেই বাংলায় এসেছে বিজেপি: অমিত শাহ
পশ্চিমবঙ্গ জনসম্পর্ক কর্মসূচিতে অমিত শাহ: করোনা ও ঝড়ের প্রকোপে মৃতদের আত্মার শান্তি কামনা করছি। বাংলায় রাজনৈতিক সংঘর্ষে মৃত শতাধিক কর্মীর বলিদানকে শ্রদ্ধা। বাংলার পরিবর্তনের যুদ্ধে তাঁদের বলিদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। করোনা-যোদ্ধাদের এই লড়াইয়ের জন্য অভিনন্দন জানাই। বিজেপি লোকসভায় ৩০৩ আসন পেলেও বাংলার ১৮টি আসন গুরুত্বপূর্ণ। কারণ দেশে এক বাংলাতেই সবথেকে বেশি রাজনৈতিক হিংসা। বিজেপি শুধু বিরোধী আন্দোলনের জন্য এখানে আসেনি। বিজেপি সোনার বাংলা গড়ে তুলতেই বাংলায় এসেছে।