ক্ষমতায় আসার এক মিনিটের মধ্যেই বাংলায় চালু হবে আয়ুষ্মান প্রকল্প: অমিত শাহ
Continues below advertisement
পশ্চিমবঙ্গ জনসম্পর্ক কর্মসূচিতে অমিত শাহ: যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষকে হিসেব দিয়েছে। বিজেপি সেইসব দল নয়, যাঁরা মানুষকে কোনও হিসেব দেয় না। ২য় মোদি সরকারের এক বছর পূর্ণ হয়েছে। মোদি সরকারের ৬ বছরে দেশের পরিবর্তন ঘটেছে। এই ৬ বছরের দেশের ৬০ কোটি গরিব মানুষের জীবনে পরিবর্তন এসেছে। জনধন প্রকল্পে ৩১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। জনধন অ্যাকাউন্ট নিয়ে রাহুল গাঁধী সহ বিরোধীরা কটাক্ষ করেছিলেন। করোনা-কালে ৫১ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে।
Continues below advertisement
Tags :
Amit Shah Virtual Rally Amit Shah Live BJP Virtual Rally West Bengal BJP Ayushman Bharat ABP Ananda LIVE Mamata Banerjee