উমপুনের ১৭ দিন পরেও বিদ্যুৎহীন মহিষাদলের কেশবপুর, গাছ কেটে খুঁটি বানিয়ে চলছে বিদ্যুত্ সংযোগের কাজ
Continues below advertisement
উমপুনের পর থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুর এলাকায় বিদ্যুত্ নেই। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। তীব্র গরমের সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা গাছ কেটে তা দিয়ে খুঁটি বানিয়ে তা দিয়ে চলছে বিদ্যুত্ সংযোগের কাজ। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতের অনুমতি নিয়েই ওই কাজ করা হয়েছে। যদিও পঞ্চায়েত অনুমতি দেওয়ার কথা স্বীকার করেনি। জেলার বিদ্যুত্ কর্মাধ্যক্ষের দাবি, দ্রুত বিদ্যুত্ সংযোগের কাজ হচ্ছে। মানুষ অধৈর্য হয়ে বিদ্যুত্ সংযোগের কাজ করছে যা বিপজ্জনক।
Continues below advertisement
Tags :
No Electricity Amphan Effect Cyclone Amphan Cyclone Amphan Devastation Abp Ananda East Midnapore