Ananda Sakal II: তৃতীয় পর্যায়ের ট্রায়াল ছাড়াই কেন covaxin কে অনুমোদন! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চেয়ে ট্যুইট তারুরের

Continues below advertisement
বছরের প্রথম দু'দিনে ইঙ্গিত মিলেছিল। তৃতীয় দিনে এল সুখবর। করোনার টিকা কোভ্যাকসিন ও কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI। অর্থাৎ এই দুটি ভ্যাকসিন প্রথমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের ওপর প্রয়োগ করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা AstraZeneca-র তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে পুণের সংস্থা SERUM Institute of India-র সঙ্গে। অন্যদিকে ICMR ও পুণের National Institute of Virology-র সঙ্গে যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কোভ্যাকসিন তৈরি করছে হায়দরাবাদের সংস্থা Bharat BioTech। এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor) ট্যুইট করেছেন, কোভ্যাকসিনের এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়নি। কিন্তু তার আগেই তড়িঘড়ি সেই ভ্যাকসিনের জরুরি প্রয়োগে ছাড়পত্র দেওয়া হল। যা বিপজ্জনক। ট্যুইটে ট্যাগ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চেয়েছেন শশী তারুর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram