বিজয়ওয়াড়ায় কোভিড চিকিৎসাকেন্দ্রে আগুন! প্রাণ বাঁচাতে জানলা দিয়ে নামার চেষ্টা রোগীদের
Continues below advertisement
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কোভিড চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ আগুন। মৃত অন্তত ৭। ৩০ জনকে উদ্ধার। বিজয়ওয়াড়ায় স্থানীয় একটি হোটেলে তৈরি হয় করোনা চিকিৎসা কেন্দ্র। ৪০ জন রোগীকে পাশের হাসপাতাল থেকে এখানে রাখা হয়। গতকাল রাতে ওই কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে। আতঙ্কিত রোগীরা জানলা দিয়ে নামার চেষ্টা করেন। আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
Continues below advertisement
Tags :
Fire At COVID Center ABP News Live Bengali Fire Broke Out AP Vijaywada ABP Ananda LIVE Andhra Pradesh Abp Ananda