সিএএ-বিরোধী আন্দোলনের নেপথ্যে দেশকে বিভক্ত করার শক্তি, জামিয়া-শাহিনবাগকে আক্রমণ মোদির
এবার মোদির নিশানাতেও শাহিনবাগ। সোমবার দিল্লি বিধানসভা ভোটের আগে, প্রথম প্রচার-সভা থেকে শাহিনবাগ নিয়ে সুর চড়ান প্রধানমন্ত্রী। এই আন্দোলনের সঙ্গে কংগ্রেস এবং আম আদমি পার্টিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পাল্টা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব বিরোধীরা।