পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ মহুয়া মৈত্রের
Continues below advertisement
ঔরঙ্গাবাদে ট্রেনের ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ট্যুইটারে তৃণমূল সাংসদ লিখেছেন, কর্ণাটকের সীমানায় ৩ দিন ধরে জল খাবার ছাড়া আটকে ছিলেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমিক সুরক্ষা আইনের বিরোধিতায় অধ্যাদেশ জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। কোনও কিছুতেই কেয়ার নেই প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজ নেই। উদাসীন সর্বোচ্চ আদালতও। আমরা কোন দিকে এগিয়ে চলেছি।
Continues below advertisement
Tags :
PM Care Mahua Moitra Tweet Aurangabad News Accident In Aurangabad Aurangabad Rail Accident Train Accident In Aurangabad Mahua Moitra Migrant Labourers Train Accident Abp Ananda Maharashtra HM Amit Shah Narendra Modi TMC