রাম মন্দিরের ভূমিপুজো: আগামীকাল পতাকা পুজো করে অনুমতি, ৫ তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপন
Continues below advertisement
আজ থেকেই শুরু পরপর কর্মসূচি। সকাল থেকেই তিন ঘণ্টা ধরে হয়েছে গণেশপুজো। আগামীকাল হবে রামার্চনা। আজ হবে দীপাবলি পালন। মন্দিরগুলিতে জ্বালানো হবে প্রদীপ। আজ সকাল ৯টায় গণেশপুজো অনুষ্ঠিত হয়। ২১ জন পুরোহিত মিলে সেই পুজো করেন। আজ দুপুরে ভূমিপুজোর প্রস্তুতি দেখতে অযোধ্যায় যাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ সারাদিনই অযোধ্যায় চলবে পুজো ও বিভিন্ন অনুষ্ঠান।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Ram Mandir Bhumi Puja ABP Ananda LIVE Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Ram Mandir