Babri Masjid Demolition Case Verdict: ‘এই রায় সুপ্রিম কোর্টের পরিপন্থী’, প্রতিক্রিয়া রণদীপ সুরজেওয়ালার

Continues below advertisement

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা প্রতিক্রিয়ায় জানান, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই ঘটনা অপরাধ। আজকের এই রায় সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। দীর্ঘ ২৮ বছর পর বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস আডবাণী-জোশী-উমা ভারতী-সহ ৩২ অভিযুক্ত। ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে, মত বিচারকের। অভিযুক্তদের বিরুদ্ধে নেই জোরাল সাক্ষ্য। ৯২-এর বাবরির ছবিতেও মান্যতা দিল না আদালত। মসজিদ ভেঙেছিল উন্মত্ত জনতা। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন নেতারা, মত আদালতের। রায়ের পর আডবাণীকে শুভেচ্ছা অমিত শাহ-জে পি নাড্ডার। অনেকদিন পর খুশির খবর, প্রতিক্রিয়া আডবাণীর। প্রমাণ হল ষড়যন্ত্র ছিল না, বললেন জোশী। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram