নভেম্বর মাস জুড়ে দিল্লিতে বাজি নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত, পরিবেশবান্ধব বাজিতে সাময়িক ছাড়
Continues below advertisement
দিল্লিতে আজ থেকে বাজি নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
দেশজুড়ে যে সব শহরে দূষণ কম, সেখানে দীপাবলির সময় দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে বলে জানানো হয়েছে। দূষণের মাত্রা কম বোঝাতে শহরভিত্তিতে এয়ার কোয়ালিটি এনডেক্স ২০০-র কম হতে হবে বলেই জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত।
হরিয়ানা সরকার জানিয়েছে, রাত ৮টা থেকে ১০টা দীপাবলি ও গুরুপরবের সময় বাজি পোড়ানো যাবে। বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে তারা।
Continues below advertisement
Tags :
Ban On Use Of Firecrackers Firecrakers Banned Firecrackers Banned In Delhi ABP Ananda LIVE Abp Ananda