করোনা রুখতে আজব তত্ত্ব মন্ত্রীর, ‘ভারতীয় জোকার পার্টি’, কটাক্ষ শান্তনু সেনের, সমালোচনা মহম্মদ সেলিমেরও

Continues below advertisement
‘করোনা রুখতে সাহায্য করতে পারে ভাবিজি পাঁপড়।’ আজব দাওয়াই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের। ‘বিশ্বজুড়ে রাজনৈতিক নেতারা ইচ্ছা করে অবৈজ্ঞানিক কথা বলছেন। একজন মন্ত্রী একটি পণ্যের বিজ্ঞাপন দিচ্ছেন,’ দাবি সিপিএম নেতা মহম্মদ সেলিমের। ‘এখন ভারতবর্ষ পরিচালনা করছে ভারতীয় জোকার পার্টি বলে একটা রাজনৈতিক দল। এদের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু কি আর আশা করতে পারি!’ মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram