যারা দেশ চালাচ্ছে, তারা এখনও কুসংস্কারের যুগে বসবাস করছে, বিজেপি নেতা-মন্ত্রীদের কটাক্ষ অধীরের
Continues below advertisement
‘করোনা রুখতে সাহায্য করতে পারে ভাবিজি পাঁপড়,’ আজব দাওয়াই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের। ‘রাম মন্দির তৈরি হলেই করোনার ধ্বংসের দিন শুরু,’ করোনা নিয়ে নতুন তত্ত্ব মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকারের। ‘ভারতে করোনা সংক্রমণের শুরু থেকেই নানারকমের প্রেসক্রিপশন দিচ্ছেন বিজেপি নেতারা। যারা দেশ চালাচ্ছে, তারা দৈহিকভাবে, শারীরিকভাবে হয়তো আধুনিক যুগের বাসিন্দা। কিন্তু মানসিকভাবে তারা সেই কুসংস্কারের যুগে এখনও বসবাস করছে। তাই তাদের কাছ থেকে এর বেশি আর কিছু আশা করা যায় না,’ মন্তব্য লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর।
Continues below advertisement