Bihar Election Result 2020: 'মোদি আর মহিলা' - এই M-M ফ্যাক্টরেই বাজিমাৎ এনডিএ-র?
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভা ভোটে জয়ী এনডিএ। তবে জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতেছে বিজেপি। গতবারের মতো এবারেও বিহারের ফার্স্ট বয় সেই লালু প্রসাদের দল আরজেডি। বিজেপি জানাচ্ছে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। বলা হচ্ছে, বিহারে ‘এম এম’ ফ্যাক্টর কাজ করেছে। এক মোদি, দুই মহিলা। মহিলাদের উন্নয়ন এনডিএ-র ভোটবাক্সে যে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। ফলাফল ঘোষণার পর ইতিমধ্যেই লাগানো হয়েছে নতুন পোস্টার।
Tags :
Bihar Assembly Poll Result 2020 Bihar Assembly Election Result 2020 ABP Ananda LIVE RJD Nitish Kumar Ec Bihar Nda Abp Ananda Tejashwi Yadav Bihar Election Result 2020