Netaji's Birthday: 'ভিক্টোরিয়ার অনুষ্ঠানে বক্তব্য না রেখে নেতাজিকে অপমান মুখ্যমন্ত্রীর', ট্যুইট খোঁচা মালব্যর
বিশ্বভারতীর অনুষ্ঠানে না গিয়ে রবীন্দ্রনাথকে অপমান। নেতাজির জন্মজয়ন্তীতে এক কাজ করলেন মুখ্যমন্ত্রী। মনীষীদের এই অপমান মেনে নেবে না বাংলা। এদিন মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করে ট্যুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এই প্রসঙ্গে খগেন মুর্মু বলেন, 'ওর বক্তব্য রাখা উচিত ছিল। জয়শ্রী রাম একটা ধ্বনি। এটা কাউকে লক্ষ্য করে বলা না।'
Tags :
Amit Malabya Victoria Memorial Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Tweet Abp Ananda Mamata Banerjee