Hathras: ‘এঁরা বিধায়ক হলেও মূর্খ’, ২ বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যে প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের
নেভেনি হাথরসের আগুন, ফের বিতর্কে বিজেপি বিধায়ক। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। ধর্ষণের জন্য কার্যত কাঠগড়ায় তুললেন মেয়েদেরই। 'মেয়েদের সংস্কার শেখাক পরিবার। সংস্কার শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ আটকাতে পারবে না’। মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। অন্যদিকে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব জানান, "ঘাস কাটতে গিয়ে বাজরার ক্ষেতে কী করছিলেন নির্যাতিতা। অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল নির্যাতিতার। প্রেমিকের সঙ্গে মারামারির জেরে মৃত্যু হয়েছে নির্যাতিতার। ধর্ষণের কোনো প্রমান মেলেনি। তারপরেও কেন ২৫ লক্ষ্ টাকার অর্থ সাহায্য দেওয়া হল? কেন জনগনের করের টাকায় বাড়ি বানিয়ে দেওয়া হবে?" এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এঁরা বিধায়ক হতে পারে কিন্তু জ্ঞানের দিক থেকে মূর্খ। এঁরা নারীজাতির সম্মান সম্পর্কে সচেতন নয়। এই ঘটনায় সারা রাজ্যের মাথা নত হয়ে যাচ্ছে। আর সেখানকার বিধায়করা এই ঘটনার নিন্দা না করে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে সমর্থনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন।