'প্যানিক অ্যাটাকে ভোগেন দীপিকা', এনসিবির জিজ্ঞাসাবাদের সময় পাশে থাকতে চান রণবীর
Continues below advertisement
আগামীকাল এনসিবির দফতরে হাজির থাকতে পারেন দীপিকা পাডুকোন। তদন্তে জানা যাচ্ছে, আগামীকাল এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকার পাশে থেকে আবেদন জানিয়েছে রণবীর সিংহ। আবেদনে উল্লেখ প্রায়শই উদ্বেগ আতঙ্কে ভোগেন দীপিকা। তখন তাঁর প্যানিক অ্যাটাক হয়। সেই কারণে জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি চেয়ে আবেদন করেছেন রণবীর।
ড্রাগ তদন্তে হাজিরা দিতে বাড়তি একদিন সময় চাওয়ায় আজকের বদলে আগামীকাল দীপিকার হাজিরায় সম্মতি এনসিবির। অন্যদিকে মাদক তদন্তে আজ এনসিবির মুখোমুখি হতে চলেছেন রকুল প্রীত সিংহ এবং দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। গতকাল হায়দ্রাবাদ থেকে মুম্বই ফেরেন রকুল প্রীত। আগামীকাল দীপিকার পাশাপাশি হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কপূর।
ড্রাগ তদন্তে হাজিরা দিতে বাড়তি একদিন সময় চাওয়ায় আজকের বদলে আগামীকাল দীপিকার হাজিরায় সম্মতি এনসিবির। অন্যদিকে মাদক তদন্তে আজ এনসিবির মুখোমুখি হতে চলেছেন রকুল প্রীত সিংহ এবং দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। গতকাল হায়দ্রাবাদ থেকে মুম্বই ফেরেন রকুল প্রীত। আগামীকাল দীপিকার পাশাপাশি হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কপূর।
Continues below advertisement