Bollywood Drug Probe: নির্ধারিত সময়ের আগেই এনসিবির গেস্ট হাউসে পৌঁছলেন দীপিকা
Continues below advertisement
ড্রাগ-তদন্তে এনসিবির মুখোমুখি দীপিকা পাড়ুকোন। জিজ্ঞাসাবাদ শুরু। সূত্রের খবর রাতে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ছিলেন দীপিকা-রণবীর। আইনজীবীদের সঙ্গে আলোচনাও করেন। এরপর সকাল ১০টার আগেই দীপিকা পৌঁছে যান এনসিবি-র গেস্ট হাউসে। এনসিবি সূত্রে খবর , প্রথমে দীপিকাকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। পরে মুখোমুখি বসানো হবে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে। দীপিকা ছাড়াও আজ এনসিবি-র জিজ্ঞাসাবাদ আরও দুই অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধাকে সকাল ১০টা এবং সারাকে সকাল ১১টায় এনসিবি দফতরে হাজির হতে বলা হয়েছে।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।
Continues below advertisement