ড্রাগ কানেকশনে এবার কি নজরে বড় অভিনেতারা? নামের আদ্যক্ষর যাঁদের এস-আর-এ
Continues below advertisement
এনসিবি সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ-কানেকশনের তদন্তে এবার উঠে এল বলিউডের তিন তারকার নাম। তাঁদের নাম শুরু এস-আর-এ দিয়ে। এদিকে, বিষক্রিয়ায় মৃত্যু হয়নি সুশান্তের। সিবিআইয়ের কাছে জমা দেওয়া এইমসের ফরেন্সিক রিপোর্টে উল্লেখ।
Continues below advertisement