Budget 2021: রেলে বরাদ্দ ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে বাংলায়

Continues below advertisement
সোমবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, ‘জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতেও দেওয়া হবে। ৬৭৫ কিমি সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে। কলকাতা-শিলিগুড়ির রাস্তা সংস্কারও এর মধ্যে আছে। পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ। রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে। ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। ২০ হাজার নতুন বাস রাস্তায় নামবে। যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহণ ব্যবস্থা কাজে লাগবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহে একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে। বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram