Budget 2021 Live Updates: 'চিন্তার পক্ষাঘাত কাটিয়ে মানুষকে পথ দেখানোই চ্যালেঞ্জ', ট্যুইট কংগ্রেসের

Continues below advertisement
আজ বেলা ১১টায় রয়েছে বাজেট পেশ। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে সকাল সওয়া দশটায়। সারা দেশের সমস্ত স্তরের মানুষ আজ তাকিয়ে রয়েছেন সকাল ১১টার দিকে। করোনা কালে আজ সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা বিপুল। পর্বত সমান প্রত্যাশা বললেও ভুল হবে না।  দ্বিতীয় মোদি সরকারের এই দ্বিতীয় বাজেটে অর্থনৈতিক সঙ্কট কাটাতে কী ধরনের দাওয়াই পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন, তা জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। বাজেট পেশের আগে ট্যুইট করেছেন রণদীপ সূর্যেওয়ালা। তিনি ট্যুইটে লিখেছেন, "সর্বাধিক স্লোগান, নূন্যতম কাজের সরকার। ২০২১-এর বাজেট কি দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে? চিন্তাভাবনা এবং পক্ষাঘাতগ্রস্ততা কাটিয়ে সাধারণ মানুষকে সঠিক পথ দেখানোই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ।" বাজেট পেশের আগে ট্যুইটারে এমনই কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। এর পাশাপাশি আজ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) মন্তব্য করেছেন, আত্মনির্ভর ভারতের অগ্রগতির দিশা দেখাবে এবারের বাজেট। তাঁরা যথেষ্ট আশাবাদী। ৪০৬ পয়েন্ট উঠল সেনসেক্স। বাজেট পেশের আগে নিঃসন্দেহে সুখবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram