Budget Speech LIVE: 'আত্মনির্ভরতার লক্ষ্যে তৈরি এই বাজেট, কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার দায়বদ্ধ', দাবি নির্মলার

সোমবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, ‘করোনাকালে গরিব যোজনা প্রকল্প এনেছিলেন প্রধানমন্ত্রী। সরকার যে আত্মনির্ভর প্রকল্প দিয়েছে তা জিডিপি-র ১৩ %। কৃষকদের আয় দ্বিগুণ করতে আমরা দায়বদ্ধ। কমবয়সীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বাজেট এমন হবে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আমরা আত্মনির্ভরতার লক্ষে বাজেট তৈরি করছি। ৫৪ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হল। এর ফলে গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। উপকৃত হবে ৬০২টি জেলা। পুষ্টির দিকেও আমাদের নজর দিতে হবে। পুষ্টির প্রকল্পগুলিকে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেব। ২.৮৬ কোটি মানুষ কলের জল পাবে। এর জন্য ২লক্ষ ৮৭ কোটি টাকা বরাদ্দ করা হল। স্বচ্ছ ভারতের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। দূষণ রোধে পুরোন গাড়ি বাতিল করা হবে। কুড়ি বছরের পুরোন ব্যক্তিগত যান বাতিল করা হবে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola