ফের সুশান্তের ফ্ল্যাটে সিবিআই দল, ভাড়া নিয়ে মালিককে জিজ্ঞাসাবাদ
সুশান্ত-মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। গত ৫-৬ মাস ধরে অসুস্থ ছিলেন সুশান্ত। অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারেন অভিনেতা। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দাবি সুশান্তর রাঁধুনির। খবর সূত্রের। আজ সুশান্তের রাঁধুনি দীপেশ ও নীরজকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি, অভিনেতার রুম মেট সিদ্ধার্থ পিঠানিকেও জিজ্ঞাসাবাদ। এরপরই দুপুর আড়াইয়ে নাগাদ ফের সুশান্তের ফ্ল্যাটে সিবিআই দল। ফ্ল্যাটের ভাড়া নিয়ে মালিক লালওয়ানীকেও আজ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।