ফের সুশান্তের ফ্ল্যাটে সিবিআই দল, ভাড়া নিয়ে মালিককে জিজ্ঞাসাবাদ

সুশান্ত-মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। গত ৫-৬ মাস ধরে অসুস্থ ছিলেন সুশান্ত। অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারেন অভিনেতা। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দাবি সুশান্তর রাঁধুনির। খবর সূত্রের। আজ সুশান্তের রাঁধুনি দীপেশ ও নীরজকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি, অভিনেতার রুম মেট সিদ্ধার্থ পিঠানিকেও জিজ্ঞাসাবাদ। এরপরই দুপুর আড়াইয়ে নাগাদ ফের সুশান্তের ফ্ল্যাটে সিবিআই দল। ফ্ল্যাটের ভাড়া নিয়ে মালিক লালওয়ানীকেও আজ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola