ব্যবহারকারীদের ডেটা চুরি করার অভিযোগ! আরও ৪৭ টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের
লাদাখ সংঘাতের প্রেক্ষিতে আরও ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করা হল। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপগুলির বিরুদ্ধে ছিল গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ। আগে নিষিদ্ধ অ্যাপগুলির ক্লোন ভার্সান নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। যে কারণে আগে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল, এই একই কারণে এবারও ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Tags :
Central Banned Chinese Apps ABP News Live Bengali Chinese Apps Banned Indo-China Conflict Ladakh Conflict ABP Ananda LIVE Abp Ananda