এবার রেল, ব্যাঙ্ক ও স্টাফ সিলেকশনে একই পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সিলমোহরের
রেল, ব্যাঙ্ক ও এসএসসি-র আলাদা পরীক্ষার বদলে একটিই পরীক্ষা নেওয়া হতে পারে। এই সংক্রান্ত একটি প্রস্তাব আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হওয়ার কথা। মন্ত্রিসভা যদি একটিই পরীক্ষা নেওয়ার প্রস্তাবে সিলমোহর দেয়, তাহলে আর আলাদা করে রেল, ব্যাঙ্ক ও স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগের তিনটি আলাদা পরীক্ষা নেওয়া হবে না। তিনটি ক্ষেত্রে চাকরির জন্য একটিই কমন পরীক্ষা নেওয়া হবে। এর জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনের প্রস্তাবও রয়েছে।