ফের চিনা অনুপ্রবেশের চেষ্টা: চিন উস্কানি দিতেই থাকবে, মত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের
লাদাখের প্যাংগং লেকে চিনা বাহিনীর ফের অনুপ্রবেশের চেষ্টা। লাল ফৌজকে বাধা ভারতীয় সেনার। এই প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "যখন থেকে এই সমস্যা শুরু হয়, তখন থেকেই শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন আলোচনা হচ্ছিল। চিন কথা রাখেনি। ভারতীয় সেনা চিনা আগ্রাসনকে প্রতিহত করে। চিনের এই উস্কানিমূলক ব্যবহার চলতেই থাকবে।"
Tags :
Tension In Ladakh Pangong Lake Indo-China Conflict India China Conflict ABP Ananda LIVE Abp Ananda Ladakh