নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, আগামীকাল বিল নিয়ে সংসদে আলোচনার সম্ভাবনা

Continues below advertisement

নাগরিকত্ব সংশোধনী বিলে আজ ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামীকাল অথবা সোমবার এই বিল নিয়ে সংসদে আলোচনার সম্ভাবনা। বিজেপি সূত্রে খবর, বিল নিয়ে ইতিমধ্যেই উত্তর পূর্বের কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিমন্ত বিশ্বশর্মার দাবি এই বিল নিয়ে আর কোনও বিভ্রান্তি নেই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান-সহ কয়েকটি দেশ থেকে আসা হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বিলের মাধ্যমে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপি এগোনোর ইঙ্গিত দিলেও, রাজ্যসভায় এখনও সংখ্যালঘু গেরুয়া শিবির। রাজ্যসভায় এই মুহূর্তে মোট সদস্য ২৩৯। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২০ জনের সমর্থন। কিন্তু বিজেপির সাংসদ সংখ্যা একাশি। অর্থাৎ, সংসেদর উচ্চকক্ষে বিল পাস করাতে হলে আরও ৩৯ জনের সমর্থন প্রয়োজন বিজেপির। রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ ৪৬, তৃণমূলের ১৩, সমাজবাদী পার্টির ৯, ডিএমকের ৫ ও ৪ জন করে সাংসদ রয়েছে আরজেডি, বিএসপি ও এনসিপির।  এডিএমকের ১১ ও জেডিইউর ৬ জন সাংসদ রয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram