নতুন ৫০০ কয়লা ব্লকে বেসরকারি উত্তোলনে ছাড়পত্র, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Continues below advertisement
প্রধানমন্ত্রীর ঘোষণার পর আজ চতুর্থ দফায় আর্থিক প্যাকেজ ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বললেন, 'জোর দেওয়া হচ্ছে কয়লা, খনিজ, প্রতিরক্ষা, বিমানবন্দর সহ ৮ ক্ষেত্রের শিল্প-পরিকাঠামোর উন্নয়নে। দেশে ৩৩৭৬ টি শিল্প পার্ক চিহ্নিত করা হয়েছে। কয়লাক্ষেত্রে সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করে বেসরকারি সংস্থাকেও কয়লা উত্তোলনে ছাড়পত্র দেওয়া হবে। নতুন ৫০০টি কয়লা ব্লকে এই ছাড়পত্র দেওয়া হচ্ছে। খনি এলাকায় উচ্ছেদের পুনর্বাসন বাবদ ৫০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে।’
Continues below advertisement
Tags :
World Marketplace Coaliary Union Finance Minister Private Sectors Atmanirbhar Bharat Abhiyan Atmanirbhar Bharat Coronavirus Latest News Coronavirus In India Make In India Abp Ananda PM Lockdown Narendra Modi Nirmala Sitharaman