করোনার সতর্কতায় আজ মধ্যরাত থেকে ২১ দিন গোটা দেশে সম্পূর্ণ লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর
Continues below advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: করোনা মোকাবিলায় এবার দেশজুড়ে লকডাউন। রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন। মধ্যরাত থেকে ঘরের বাইরে বেরনো যাবে না। এই লকডাউনকে একরকম কার্ফু বলা যেতে পারে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই পদক্ষেপ জরুরি ছিল। লকডাউনে জরুরি পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্যে ছাড়। এটা একধরনের কার্ফু, জনতা কার্ফুর চেয়েও কঠোর। অন্তত ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন কার্যকর। ২৫ মার্চ থেকে আপাতত ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে লকডাউন। এই ২১ দিন না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। এই ২১দিনের জন্য বাইরে বেরোনো ভুলে যান। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।
Continues below advertisement
Tags :
Two Positive Corona Case Corona In Delhi Corona In Lucknow Corona Virus In India China Corona PM Modi On Corona Union Health Minister Harsh Vardhan 21 Days Lockdown India Lockdown Corona Abp Ananda Coronavirus