Constitution Day 2020: বাঁচবে অর্থ-সময়, এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল Prime Minister-র
Continues below advertisement
এক দেশ, এক ভোটের পক্ষে সওয়াল Prime Minister-র। অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্সদের কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেছেন, 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। এটা কোনও আলোচনার বিষয় নয়। বরং এটা ভারতের জন্য দরকার। কিছু মাস অন্তর, দেশে কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে। এতে প্রভাবিত হচ্ছে দেশের প্রগতি।' পাশাপাশি এক দেশ এক ভোটের প্রয়োজনীয়তা নিয়ে সওয়াল করতে গিয়ে মোদি জোড়েন, 'লোকসভা, বিধানসভা এমনকি পঞ্চায়েত ভোটের জন্যও আলাদা ভোটার তালিকা রয়েছে। এর জন্য একটাই ভোটার লিস্ট তৈরি করা দরকার। কেন এর জন্য আলাদাভাবে কেন খরচা হবে? কেন অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে?' সংবিধান দিবসে এই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Constitution Day 2020 Samvidhan Divas ABP Anandajker Khobor Khobor Bangla Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Prime Minister Narendra Modi Prime Minister Abp Ananda PM Modi