ধর্ষণের জন্য মেয়েদেরই নিশানা বিজেপি বিধায়কের, হাথরসের নির্যাতিতার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

Continues below advertisement

নেভেনি হাথরসের আগুন, ফের বিতর্কে বিজেপি বিধায়ক। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। ধর্ষণের জন্য কার্যত কাঠগড়ায় তুললেন মেয়েদেরই। 'মেয়েদের সংস্কার শেখাক পরিবার। সংস্কার শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ আটকাতে পারবে না’। মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। হাথরসে ধর্ষণ, খুন নিয়ে প্রশ্ন বিজেপি নেতার। "ঘাস কাটতে গিয়ে বাজরার ক্ষেতে কী করছিলেন নির্যাতিতা। অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল নির্যাতিতার। প্রেমিকের সঙ্গে মারামারির জেরে মৃত্যু হয়েছে নির্যাতিতার। ধর্ষণের কোনো প্রমান মেলেনি। তারপরেও কেন ২৫ লক্ষ্ টাকার অর্থ সাহায্য দেওয়া হল? কেন জনগনের করের টাকায় বাড়ি বানিয়ে দেওয়া হবে?", প্রশ্ন উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। এই দুই বিজেপি নেতার মন্তব্যে বক্তব্য জানিয়েছেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বিজেপি নেতা সায়ন্তন বসু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram