দেশজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃত ২১০৯
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।এই মুহূর্তে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬২,৯৩৯। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ১৯,৩৫৮ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৭৭৯ জনের, মোট আক্রান্ত ২০,২২৮।
Tags :
Positive Corona Death Corona News Coronavirus Outbreak Gujrat Recovered Abp Ananda India Maharashtra Coronavirus Covid-19