জুনের শেষে এক লক্ষ ছাড়াবে করোনা আক্রান্তর সংখ্যা, আশঙ্কা প্রকাশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের
Continues below advertisement
দিল্লিতে বাড়ছে করোনা-উদ্বেগ। জুনের শেষে এক লক্ষ ছাড়াবে করোনা আক্রান্তর সংখ্যা। জুলাইয়ের শেষে সংখ্যাটা পৌঁছবে সাড়ে ৫ লাখে। আশঙ্কা প্রকাশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। জুলাইয়ের শেষে প্রয়োজন হবে ৮০ হাজার বেড, বললেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Corona Cases In Delhi Covid-19 Updates Coronavirus LIVE Arvind Kejriwal Abp Ananda Delhi Coronavirus