করোনা: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩৮ হাজারে, মৃত্যু ৪৯০ জনের
করোনায় দেশে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। পাশাপাশি, দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে। দৈনিক মৃত্যুতে দেশে আজ ৩ নম্বরে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১০৪ জনের। দ্বিতীয় স্থানে ছত্তীসগঢ়। সেখানে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯৬। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩১০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ২৩০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৬ লক্ষ ৩ হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৩ হাজার ২৮৫ জন। দেশে মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯১.৯৬ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৪৬ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২ নভেম্বর পর্যন্ত দেশে ১১ কোটি ১৭ লক্ষ ৮৯ হাজার ৩৫০টি নমুনা।