করোনা: নিম্নমুখী গ্রাফ, দেশে দৈনিক সংক্রমণ নামল ৫৫ হাজারে
Continues below advertisement
দেশে করোনায় দৈনিক মৃত্যু, সংক্রমণ কমল। বাড়ল দৈনিক সুস্থতা। তবে এই নিয়ে ৬৮ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় ভারত বিশ্বে এক নম্বরে। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮৫৬ জনের। একদিনে মৃত ৭০৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১৬। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৫ হাজার ৩৪২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ হাজার ৭৩২। দেশে মোট আক্রান্ত ৭১ লক্ষ ৭৫ হাজার ৮৮১। একদিনে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৬০ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭১ হাজার ৫৫৯। দেশে মোট সুস্থ ৬২ লক্ষ ২৭ হাজার ২৯৫। দেশে মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৮৬.৭৮ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৭৩ হাজার ১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৮ কোটি ৮৯ লক্ষ ৪৫ হাজার ১০৭টি নমুনা।
Continues below advertisement