মহারাষ্ট্র থেকে বহু পরিযায়ী ফিরছে বাংলায়, সংক্রমণ আশঙ্কায় উদ্বিগ্ন রাজ্য
Continues below advertisement
করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। আর সেখান থেকেই থেকে প্রায় ৫০ হাজার পরিযায়ী শ্রমিক ফিরতে চলেছে বাংলায়। যা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার। রেল সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের ৪১টি স্পেশাল ট্রেনে রাজ্যে ফেরানো হবে। প্রতিটি ট্রেনে গড়ে ১২০০ করে যাত্রী থাকবে।
Continues below advertisement
Tags :
Coronavirus Cases Shramik Special Train Coronavirus In India Coronavirus India Migrant Workers Abp Ananda Maharashtra Coronavirus Update