জুন-জুলাইয়ে করোনা সংক্রমণ আরও বাড়বে? আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি?
Continues below advertisement
ভারতে এখনও করোনাভাইরাসের প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছায়নি। আগামী জুন ও জুলাইয়ে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন দিল্লির এইমস-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া। সেই প্রসঙ্গে ড: দীপ্তেন্দ্র সরকার জানালেন, করোনা সংক্রমণ নিয়ে মোট তিনটে সম্ভবনার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তিনটি সম্ভবনার মধ্যে একটি যা এইমস-এর অধিকর্তা জানিয়েছেন, তবে সেটি যে ঘটবেই ভারতে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব না।
Continues below advertisement
Tags :
Dr. Diptendra Sarkar Delhi AIIMS World Health Organization Coronavirus News COVID-19 News Abp Ananda Coronavirus Update WHO Coronavirus Covid-19