Corona Update: সংক্রমণ বাড়ায় Gujrat-র একাংশে Curfew ঘোষণা, Delhi-তে মাস্ক ছাড়া বেরোলেই ২ হাজার টাকা জরিমানা

Continues below advertisement
Corona Update: করোনা সংক্রমণ বাড়ায় Gujrat-র একাংশে কার্ফু জারি। আহমেদাবাদে ২৩ নভেম্বর সকাল পর্যন্ত পুরো Curfew ঘোষণা। রাজকোট, সুরাট, বঢোদরায় কাল থেকে Night Curfew। গুজরাতে একদিনে করোনা আক্রান্ত ১৪২০, ৭ জনের মৃত্যু। মধ্যপ্রদেশের ৫টি শহরে কাল থেকে নাইট কার্ফু। লাহুল-স্পিতিতে একজন বাদে সবাই করোনা আক্রান্ত হওয়ায় আপাতত পর্যটকদের প্রবেশ নিষেধ। মাস্ক না পরে বেরোলেই Delhi-তে ২ হাজার টাকা জরিমানা। এদিকে, Vaccine এলে কীভাবে বণ্টন? পর্যালোচনা বৈঠক করলেন Prime Minister। রাজ্যে একদিনে Corona আক্রান্ত ৩৬২৬ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে Kolkata, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে আক্রান্ত ৮৮০, ১০ জনের মৃত্যু। North 24 Pargana-তে একদিনে আক্রান্ত ৭৭৪, ১৬ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৩%।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram