করোনায় দেশে দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ, দৈনিক সুস্থতার সংখ্যা বৃদ্ধি

করোনায় দেশে দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ল। আশা জাগিয়ে একদিনে সাড়ে ৮ হাজারেরও বেশি কমল সংক্রমিতের সংখ্যা। গত তিনমাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জনের।একদিনে মৃত ৪৮৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮০। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৬ হাজার ৪৬৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ১৪৯ জন। দেশে মোট আক্রান্ত ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯। একদিনে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৮৪২ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৯ হাজার ১০৫ জন। দেশে মোট সুস্থ ৭২ লক্ষ ১ হাজার ৭০। দেশে মৃত্যুর হার ১.৫০ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯০.৬২ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৫৮ হাজার ১১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৪৪ লক্ষ ২০ হাজার ৮৯৪টি নমুনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola