অশনি সংকেত! কমল সুদ, জিডিপি নামবে শূন্যেরও নীচে, আশঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের
Continues below advertisement
ফের সুদ কমালো রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট কমল ৪০ বেসিস পয়েন্ট। ৪০ বেসিস পয়েন্ট কমে রেপো রেট হল ৪ শতাংশ। রিভার্স রেপো রেট কমে দাঁড়াল ৩.৩৫ শতাংশ। বর্ষার পূর্বাভাস ভালো হওয়ায় কৃষিতে আশার আলো। চলতি বছরের মাঝামাঝি কমতে পারে মুদ্রাস্ফীতি। দেশে চাহিদায় ঘাটতি দেখা দিয়েছে। দেশে বৃদ্ধির হার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মুদ্রাস্ফীতির কারণে চাহিদা আরও ধাক্কা খাবে। ২০২০-২১ সালে দেশের জিডিপি শূন্যেরও নীচে নামবে। পরিস্থিতি সামলাতে ৪ দফা পদক্ষেপ করবে আরবিআই।
Continues below advertisement
Tags :
Economy In India RBI Governor Shaktikanta Das GDP Growth ABP Ananda LIVE Coronavirus In India Abp Ananda