বিহারে শাসক-বিরোধী নেতাদের প্রচারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধি, অনেকেই পরছেন না মাস্ক

Continues below advertisement
নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে, করোনা-আবহে ভোট-প্রচারে জনসভা করা যাবে। তবে সেখানে দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু, শাসক শিবির অর্থাৎ মোদি, নীতীশ কুমারের সভায় রোজই দেখা যাচ্ছে ভিড়ের ছবি। আর এটা যে বিপজ্জনক, তা মেনে নিচ্ছেন নেতারাও। 
কংগ্রেস অবশ্য এই পরিস্থিতিতে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের দিকে কার্যত আঙুল তুলেছে। পাশাপাশি করোনা-মোকাবিলা নিয়ে নীতীশ কুমারের প্রশাসনকেও বিঁধেছে তারা।
কিন্তু, বিরোধী শিবিরের জনসভায় কি নিয়মবিধি মানা হচ্ছে? তা দেখতে মঙ্গলবার আমরা পৌঁছেছিলাম আরজেডি নেতা তেজস্বী যাদবের একটি সভায়। লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী সেখানে পৌঁছনোর আগে থেকেই পিলপিল করে লোক আসতে শুরু করে। তেজস্বী পৌঁছনোর মুহূর্তে ভিড় থেকে মুহুর্মুহু স্লোগান উঠতে শুরু করে। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। তেজস্বী যাদব সভাস্থলে পৌঁছনোর পর তো ভিড়ের চাপে ব্যারিকেডই ভেঙে পড়ে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram